15 JUNE, 2023
BY- Aajtak Bangla
মগজ ক্ষুরধার করে বাদাম, কিন্তু সাইড এফেক্ট জানেন তো?
কথায় আছে, বাদাম খেলে বুদ্ধির বিকাশ হয়। শরীরের জন্য ভীষণ উপকারী বাদাম।
শুধু বুদ্ধি নয়, চেহারাতে গ্ল্যামারও আনে বাদাম।
কিন্তু এই বাদামেও আছে প্রচুর সাইড এফেক্ট। কী কী, জেনে নিন
বেশি পরিমাণে বাদাম খেলে ডায়েরিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
অত্যধিক বাদাম খেলে হজমের সমস্যা তৈরি হয়।
এটি কিডনিতে পাথরের সমস্যা নিয়ে আসতে পারে।
ভিটামিন E অধিক মাত্রায় নিলে এটি ব্লাড ক্লটিং এবং হেমারেজ ঘটাতে পারে।
অতএব দিনে ২০-৩০টির বেশি বাদাম না খাওয়াই ভাল। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে।
অত্যধিক কোনও জিনিস ভাল না, সুস্থ থাকুন সতর্ক থাকুন।
Related Stories
প্রাকৃতিক ডাই, নারকেল তেলে মেশান এই পাতার গুঁড়ো
পাঁচফোড়নে কোন কোন মশলা আছে? অভিজ্ঞ রাঁধুনিরাও জানেন না
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
পুরুষ মানুষ সফল হয় কোকিলের এই গুণে, জানুন