27 June, 2025

BY- Aajtak Bangla

পুরনো খুশকিও সাফ হয়ে যাবে, এই প্যাক কয়েকবার লাগালেই ম্যাজিক

গরমে ও বর্ষায় চুল শুকনো ও খসখসে হয়ে পড়ে। এই সময় খুশকির সমস্যা কয়েকগুণ বাড়ে।

বাজারে অনেক কিছু পাওয়া যায়, বলা হয় খুশকি তাড়ানোর জন্য ভাল। কিন্তু বেশিরভাগই মরা খুশকি ধুয়ে দেয়। কিন্তু তেমন কাজ হয়না। আবার খুসকি জমে যায়।

যাদের গোড়ায় খুসকি ক্রনিক হয়ে গেছে, তাদের জন্য দারুণ কাজের অ্যালোভেরা। নিয়মিত লাগালে খুশকি একদম চলে যায়।

অ্যালোভেরার সঙ্গে ঘৃতকুমারী এবং লেবুর রস মিশিয়ে চুলে লাগালে খুশকি একেবারে কমে যায়। 

অ্যালোভেরা এবং দই মিশিয়ে চুলে লাগালে মাথার ত্বকে আর্দ্রতা পাওয়া যায় এবং খুশকি থেকে মুক্তি পাওয়া যায়।

নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা লাগালে চুল নরম করে ও  খুশকি দূর করে।

 অ্যালোভেরা এবং টি ট্রি অয়েল মিশিয়ে চুলে লাগালে চুলের গোড়ার মধ্য থাকা ক্ষতও সেরে যায়।

 অ্যালোভেরার সঙ্গে মধু মিশিয়ে লাগালে চুল নরম ও ঝলমলে হয় এবং খুশকির সমস্যাও কমে।

অ্যালোভেরা ত্বকেও ঘসলেও ভাল কাজ দেয়। ত্বকের জেল্লা বেড়ে যায়।