BY- Aajtak Bangla

এই ভেষজ মাথায় ঘষুন শুধু, রাতারাতি গজাবে ঝলমলে কালো চুল 

26 April  2024

চুলের যত্ন নেওয়ার জন্য অনেকেই নানা শ্যাম্পু, কন্ডিশনার লাগান। তবে এসবে খুব একটা ফল পাওয়া যায় না।

কেউ আবার চুলের স্বাস্থ্য ভাল রাখতে পার্লারে গিয়ে স্পা করান। তবে বেশিদিন তার প্রভাব থাকে না।

ইদানীং অনেকেই চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। অনেকেরই টাক পড়ে যাচ্ছে অল্প বয়সে। 

বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা মাথায় লাগালে টাকে চুল গজাবে। .

শুধু তাই নয়, নিয়মিত চুলে অ্যালোভেরা লাগালে ঝলমলে কালো চুল পাবেন।

অ্যালোভেরায় রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, স্যালিসাইলির অ্যাসিড। যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

ঘরে সহজেই বানান অ্যালোভেরার শ্যাম্প। কীভাবে? অ্যালোভেরা কেটে তার নির্যাস বার করুন। তারপরে মিক্সিতে ভাল করে ব্লেন্ড করে শাঁসটা বের করে নিন। ।  

এবার অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল, জোজোবা অয়েল মেশান। শেষে দিন রিঠা ভেজানো দল।

তারপরে সব উপকরণগুলি ব্লেন্ড করে নিলেই তৈরি হবে এই শ্যাম্পু। ব্যবহার করলেই দেখবেন চুলের জেল্লা ফিরেছে।