BY- Aajtak Bangla

 বাড়িতে টবেই চাষ হবে অ্যালোভেরা, গাছ দ্রুত বৃদ্ধির সহজ পদ্ধতি

30 JULY, 2024

অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে। 

অ্যালোভেরা বিভিন্ন ক্ষত সারায়। এছাড়া রূপচর্চাতেও দারুণ কাজে লাগে এটি।

বাজারে  সারা বছর অ্যালোভেরা কিনতে পাওয়া যায়। তবে যারা নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করেন, তারা বাড়িতেই চাষ করতে পারেন।

অ্যালোভেরার একটি পাতা থেকেই  গাছ গজা । অ্যালোভেরার চাষে খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন নেই। 

বাড়িতে অ্যালোভেরা চাষ করার কিছু টিপস জেনে নিন।

চাষের জন্য  অ্যালোভেরার পাতা সংগ্রহ করুন। শুধু মাত্র  সাদা অংশটি থাকে যে পাতার সঙ্গে, সেগুলি। 

সাধারণ মাটির মধ্য়ে গর্ত করে বসিয়ে দিন অ্যালোভেরার পাতা। এরপর জল দিয়ে ভিজিয়ে দিন মাটি।

অ্যালোভেরা গাছ দ্রুত বৃদ্ধির জন্য প্রাকৃতিক সার ব্যবহার করতে পারেন। এই সার বাড়িতেই তৈরি করা যায়।

সার তৈরির জন্য ৪ -৫টি ডিমের খোসা গুড়ো, আলুর খোসা, কয়েকটি কলার খোসা জলে ভিজিয়ে রাখুন। 

তিন দিন পরে সেই জল থেকে ফেনা উঠলে জলটা থেকে খোসাগুলো ছেঁকে নিন।

 ১৫ দিন পর পর এই জল অ্যালোভেরা গাছে দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে।

যেখানে সরাসরি রোদ পড়ে এমন জায়গায় রাখতে হবে অ্যালোভেরা গাছ।  প্রতিদিন জল দিলে  ৪ সপ্তাহের মধ্যেই বেড়ে উঠবে গাছ।