BY- Aajtak Bangla

বৃষ্টিভেজা সন্ধ্যায় মুচমুচে আলুর পকোড়া হবে নাকি? এভাবে বানিয়ে গরমাগরম খান

15 JULY, 2024

ভাজাভুজি খেতে প্রায় সকলেই ভালোবাসেন, তার মধ্যে আবার শুরু হয়েছে উৎসবের মরসুম। 

জানুন কীভাবে খুব সহজে বাড়িতেই বানাবেন আলুর পকোড়া। রইল রেসিপি। 

উপকরণ আলু - পরিমাণ মতো, নুন- স্বাদ মতো, বেসন - এক কাপ, চালের গুঁড়ো - ২ টেবিল চামচ, জিরা - ১ চা চামচ

উপকরণ লঙ্কার গুঁড়ো - ৩ চা চামচ, ধনে পাতা (কুঁচি করে রাখা)- ২ চা চামচ, তেল- পরিমাণ মতো, জল - পরিমাণ মতো 

প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। 

একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, গোটা জিরা, লঙ্কার গুঁড়ো, সামান্য তেল ও ধনেপাতা কুঁচি যোগ করে ব্যাটার বানান। 

এবার একটি প্যান বা কড়াইতে তেল গরম করে নিন এবং মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। 

কেটে রাখা আলুর একটি টুকরো নিয়ে মিশ্রণে ডুবিয়ে তেলে ভেজে নিন। খয়েরি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

পাকোড়াগুলি তেল থেকে তুলে একটি পাত্রে পেপার টিস্যুর উপর রাখুন। এতে অতিরিক্ত তেল ঝরে যাবে। 

আলুর পকোড়া একেবারে তৈরি। সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।