16 Sep, 2024
BY- Aajtak Bangla
ফিটকিরির সঙ্গে পরিচিত আমাদের প্রায় সকলেরই। এটি একটি অ্যান্টিসেপটিক বা অ্যান্টিবায়োটিক হিসেবেই ব্যবহার করা হয়।
ফিটকিরিতে রয়েছে অনেক গুণ রয়েছে। ফিটকিরিতে পটাশিয়াম অ্যালুমিনাম সালফেট রয়েছে। যা ত্বকের নানান সমস্যা দূর করতে সাহায্য করে।
ফেসিয়াল যারা করেন তারা কিন্তু এটি মুখে মাখেন। এতে কিন্তু আপনার ত্বক সহজে ঝুলে যাবে না।
কী কী গুণ রয়েছে ফিটকিরিতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। যা মুখে মাখলে ত্বক ভালো থাকে।
তাছাড়াও থাকে পটাশিয়াম। ইংরেজিতে একে অ্যালুম বলে। এটি নানা ভাবে শরীরকে উজ্জ্বল রাখে।
এই ৫ টাকার একটি ফটকিরি দিয়েই আপনি কিন্তু আপনার তখন ত্বক উজ্জল রাখতে পারেন।
যদি কারও শরীর থেকে খুব দুর্গন্ধ বের হয় অর্থাৎ অনেকেই কিন্তু এই বর্ষাকালে বা গরমকালে বগল থেকে ভীষণ দুর্গন্ধ বেরোয়।
এমনকী তাদের পাশে দাঁড়ানো পর্যন্ত দায় হয়ে পড়ে। তাঁরা নিজেরাও এর জন্য বিব্রত হন, কিন্তু কিছু করার থাকে না তাঁদের।
ডিওডোরেন্ট মাখলেও তা ছাপিয়ে তাঁদের গা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। তাতে তাঁদের থেকে দূরে থাকেন মানুষ। ফলে কনফিডেন্স নষ্ট হয় তাঁদের।
তারা কিন্তু এই দুর্গন্ধ স্নান করার পরও শরীর থেকে দূর করতে পারেন না। তারা কিন্তু বগলে ফিটকিরি ঘষতে পারেন।
বগল ভিজিয়ে নিয়ে এতে মিনিট পাঁচেক ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। এতে সহজেই আপনার বগল থেকে ঘামের গন্ধ দূর হবে।