18 August, 2024
BY- Aajtak Bangla
সুগন্ধ কার না প্রিয়! সুন্দর সুগন্ধ যে কাউকে আকৃষ্ঠ করে। পাশ থেকে সুগন্ধী মেখে কেউ হেঁটে গেলে একবার তাঁকে ঘুরে দেখেন সকলেই।
অ্যালুমিনিয়াম সালফেট ও পটাশিয়াম সালফেট দিয়ে তৈরি প্রাকৃতিক লবণ ফিটকিরি। এর রাসায়নিক নাম পটাশ অ্যালাম। রং শুভ্র সাদা। ফিটকিরি কিন্তু বহু গুণে গুণান্বিত। বহু শতাব্দী ধরে এটি আয়ুর্বেদশাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে।
মুখের দুর্গন্ধ দূর করতে, পানি জীবাণুমুক্ত করতে, বগলের দুর্গন্ধ দূর করতে ফিটকিরি বেশ কাজে দেয়।
ফিটকিরিতে ঘাম কমানোর আশ্চর্য ক্ষমতা আছে। স্নানের পর ফিটকিরি বগলে ঘষে নিন, দেখবেন দুর্গন্ধ দূর হবে। আর কৃত্রিম ক্ষতিকর ডিওডোরেন্ট ব্যবহার করা লাগবে না।
মুখে দুর্গন্ধের কারণে অনেক সময় কর্মস্থলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাঁরা ফিটকিরি-মিশ্রিত জল দিয়ে কুলকুচি করতে পারেন।
এক গ্লাস গরম জলে এক গ্রাম ফিটকিরি ও এক চিমটি শিলা লবণ (রক সল্ট) যোগ করে ভালোভাবে গুলিয়ে নিন।
খাবার খাওয়ার পর দাঁতের ফাঁকে ফাঁকে জমে তা থেকে ব্যাকটেরিয়া জন্মে। এই ব্যাকটেরিয়ার কারণে মাড়ি ফুলে গিয়ে দাঁত দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। ফিটকিরি এই সমস্যা দূর করতে পারে।
এক গ্রাম ফিটকিরি, এক চিমটি দারুচিনি ও কিছু শিলা লবণ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মাড়িতে আলতোভাবে ম্যাসাজ করুন এবং কুলকুচি করে জলটা ফেলে দিন।
নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করে
মুখে ঘা হলে ফিটকিরি লাগাতে পারেন। জ্বালাপোড়া হতে পারে, কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে।