17 January, 2024
BY- Aajtak Bangla
নাসার হাবল টেলিস্কোপের মাধ্যমে প্রতিদিন মহাবিশ্বের অবিশ্বাস্য নানা ছবি তোলা হয়।
আর সেই ছবি থেকেই বোঝা যায়, কতটা ব্যাপ্ত, কতটা সুন্দর আমাদের এই মহাকাশ।
সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কিছু দুর্দান্ত ছবি শেয়ার করেছে নাসা।
ইররেগুলার গ্যালাক্সি- পৃথিবী থেকে প্রায় ৭০ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্যালাক্সিতে কোটি কোটি ডোয়ার্ফ নক্ষত্র রয়েছে।
জেলিফিশ গ্যালাক্সি- এই গ্যালাক্সিটি ৮০০ মিলিয়ন আলোকবর্ষেরও বেশি দূরে অবস্থিত। দেখতে জেলিফিশের মতো।
সোমব্রেরো গ্যালাক্সি- এই গ্যালাক্সিটি পৃথিবী থেকে ২৮ লক্ষ আলোকবর্ষ দূরে।
NASA-র এই ছবিতে যে সোমব্রেরো গ্যালাক্সি দেখা যাচ্ছে। ভাবতে অবাক লাগবে, এটি আমাদের আকাশগঙ্গার প্রায় অর্ধেক আকারের।
২০১৪ সালে হাবল স্পেস টেলিস্কোপ পিলার অফ ক্রিয়েশনের এই ছবি পাঠিয়েছিল।
হাবল স্পেস টেলিস্কোপে ২০২০ সালের আগস্টে লাল সুপারজায়ান্ট আলফা ওরিওনিস বা বেটেলজিউস নক্ষত্রের এই ছবি তোলা হয়।