8 FEBRUARY, 2025

BY- Aajtak Bangla

 চেনা তবু চেনা নয়, প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য কলকাতার সেরা জায়গাগুলি

আজকাল বিয়ের তারিখ ফাইনাল হওয়ার সঙ্গে সঙ্গে বুক করে ফেলা হয়  ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট।

ফটোগ্রাফার বুক করা মাত্র প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য লোকেশন খুঁজতে থাকেন অনেকেই। বাজেট বেশি থাকলে এবং হাতে সময় থাকলে পছন্দমতো জায়গা খুঁজে নেওয়া যায়।

 কিন্তু সময় কম এবং বাজেটও সীমিত থাকলে একটু চাপ হয়। তবে, চিন্তার কোনও কারণ নেই। শহরের মধ্যে থেকেও প্রি-ওয়েডিং ফটোশুট করতে পারেন।

কলকাতার মধ্যে ও শহরে আশেপাশেই রয়েছে এমন চমৎকার ডেস্টিনেশন, যেখানে আপনি নিজের প্রেম গল্প ফুটিয়ে তুলতে পারেন অনায়াসে।

প্রি-ওয়েডিং ফটোশুটে যদি বনেদিয়ানা ফুটিয়ে তুলতে চান, বেছে নিতে পারেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, শোভাবাজার রাজবাড়ির মতো জায়গা।

 হাতে বেশি সময় থাকলে বেছে নিতে পারেন ইটাচুনা রাজবাড়ি, শ্রীরামপুর রাজবাড়ির মতো জায়গা। এছাড়াও উত্তর কলকাতার অলিতে-গলিতেও ছবি তুলতে পারেন। এতেও ‘নস্ট্যালজিয়া’ ধরা পড়বে প্রি-ওয়েডিং ফটোশুটে।

হুগলি জেলায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রি-ওয়েডিং ফটোশুট করতে পারেন। গঙ্গার ঘাট ও ফরাসি স্থাপত্যের মাঝে যদি প্রি-ওয়েডিং ফটোশুট করতে চান, বেছে নিন চন্দননগরকে। এছাড়া হুগলির ইমামবড়া, ব্যান্ডেল চার্চেও প্রি-ওয়েডিং ফটোশুট করতে পারেন।

প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে শোভাবাজার, কুমোরটুলি, বাগবাজার, যে কোনও গঙ্গার ঘাটকে বেছে নিতে পারেন প্রি-ওয়েডিং ফটোশুটের ডেস্টিনেশন হিসেবে।  এমনকি যেতে পারেন মল্লিকঘাটের ফুল বাজারেও।

দু’জনেই প্রকৃতি প্রেমী? তা হলে প্রকৃতির কাছাকাছি থেকে প্রি-ওয়েডিং ফটোশুট করতে পারেন। কম খরচে ও কম সময়ে প্রি-ওয়েডিং ফটোশুট সারতে চাইলে গড়ের মাঠকে বেছে নিতে পারেন।

ময়দান চত্বরে বিভিন্ন ভাবে ছবি তুলতে পারেন। পেয়ে যাবেন ট্রাম লাইনও। এছাড়া ভিক্টোরিয়া, ইকো পার্ক, বোটানিক্যাল গার্ডেনের মতো জায়গায় গিয়েও ছবি তুলতে পারেন।

উত্তর কলকাতার অলি-গলিতে প্রি-ওয়েডিং ফটোশুট করতে পারেন। এ ছাড়া মার্বেল প্যালেস, কলেজ স্ট্রিট, কুমোরটুলির মতো জায়গায় গিয়েও ছবি তুলতে পারেন। এছাড়া সাউথ পার্ক স্ট্রিট সিমিট্রি, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, ইন্ডিয়ান মিউজিয়ামেও যেতে পারেন ফটোশুট করার জন্য।