BY- Aajtak Bangla
20 May 2024
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চুল পাতলা হতে থাকে। কালোর বদলে সাদা চুল বাড়ে।
চুল পাতলা হলে এবং সাদা চুল হলে চেহারায় বয়সের ছাপ পড়ে।
তাই যৌবন ধরে রাখতে চুল কালো করার জন্য অনেকেই বাজারের নানা সামগ্রী ব্যবহার করেন। তবে তাতে খুব একটা ফল পাওয়া যায় না।
আজীবন কালো চুল রাখতে হলে নিয়মিত ব্যবহার করতে হবে আমলকির তেল। বিশেষজ্ঞদের মতে, এটি খুবই উপকারী। . .
বিশেষজ্ঞদের মতে, আমলকিতে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য ভাল। . .
নিয়মিত আমলকির তেল লাগালে চুলের গোড়া মজবুত হয়। টাক পড়বে না কখনও। কীভাবে বানাবেন এই তেল? জেনে নিন...
৩-৪টি আমলকি নিয়ে বীজ ছাড়িয়ে নিতে হবে। এক কাপ নারকেল তেল নিন এবার। ।
এরপরে নারকেল তেলের সঙ্গে কাঁচা আমলকি ফুটিয়ে নিন। এতে মেথির দানা মেশান। তাহলেই তৈরি হবে এই তেল।
নিয়মিত এই তেল মাথায় ভাল করে লাগালে চুল ঘন কালো হবে।