18 July,, 2024

BY- Aajtak Bangla

এই বয়সে মা হলে সন্তান হয় বিকলাঙ্গ, গর্ভধারণের আগে যা যা করবেন

কেরিয়ারের জন্য এখন মেয়েরা দেরিতে বিয়ে করছেন। তাই সন্তান নেওয়ার পরিকল্পনাও দেরি হচ্ছে।

সকলের প্রশ্ন, কোন বয়সে সন্তান নিলে ভালো। বেশি বয়সে সন্তান নিলে কী করতে হবে, সেটাও জানুন।

ডাক্তারের মতে,কম বয়সেই একটি মেয়ের জরায়ুর উর্বরতা বেশি থাকে। ৪০ পেরিয়েও মা হওয়া যায়। কী করলে হবেন, জেনে নিন।  

৩৫ বছরের পরে মা হওয়ার পরিকল্পনা করলে জরায়ু ও ডিম্বাণুর গুণগতমান পরীক্ষা করতে হবে।

৩৫-র পর মা হলে মায়ের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। গর্ভপাতের আশঙ্কা বেশি।

৩০ থেকে ৩৫ বছরের মধ্যে জরায়ুর কর্মক্ষমতা কমে যায়।

৩৫-র পর মা হতে চাইলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড পরীক্ষা করাতে হবে।

মহিলার রক্তের এনআইপিটি টেস্ট করানো দরকার। সন্তান বিকলাঙ্গ হতে পারে কিনা সেটা বলে দেবে এই পরীক্ষা।

আলট্রাসাউন্ড ও এএএইচ পরীক্ষাও করাতে হবে। তা বলে দেয় সন্তানধারণ সম্ভব কিনা।

ডাক্তারের মতে, ঝক্কি ছাড়াই মা হতে চাইলে পারফেক্ট বয়স ২১ থেকে ৩০ বছর।