BY- Aajtak Bangla
2৪ March, 2024
মোবাইল বন্ধ অবস্থায় হারিয়ে গেলে তা খোঁজা বেশ ঝক্কির কাজ। গুগলের ফাইন্ড মাই ডিভাইসও বন্ধ অবস্থায় কাজ করে না।
তবে এই সমস্যা মেটাতে ব্যবস্থা নিচ্ছে গুগল। প্রতি বছরের মতো এ বছরও গুগল নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মোচন করবে, যার নাম হবে অ্যান্ড্রয়েড ১৫।
রিপোর্ট অনুযায়ী, একটি নতুন API থাকবে এই সিস্টেম। যা সুইচ অফ হওয়া স্মার্টফোন খুঁজে বের করে আনবে। ফলে ফোন চুরি হলেও তা ফেরত পাওয়ার সম্ভাবনা বড়বে।
অ্যান্ড্রয়েড ডিভাইস যখন বন্ধ থাকে তখন ব্লুটুথও নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে লোকেশন ট্র্যাক করা যায় না। তাই ‘পাওয়ার্ড অফ ফাইন্ডিং’ ফিচারের উপর কাজ করছে গুগল।
এই ফিচারের মাধ্যমে ফোনে প্রি-কম্পিউটেড ব্লুটুথ স্টোর হবে। এটি ব্লুটুথ কন্ট্রোলারের মেমরিতে সেভ থাকবে। ফোন অফ হলেও লোকেশন ট্র্যাক করা যাবে।
অ্যান্ড্রয়েড ১৫ চালিত স্মার্টফোনগুলোতে এই দরকারি ফিচারটি পাওয়া যাবে। তবে প্রাথমিক পর্যায়ে গুগল পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো স্মার্টফোনেই পাওয়া যাবে।
তারপর ধীরে ধীরে অন্যান্য স্মার্টফোনে হবে রোল আউট হবে এই অপারেটিং সিস্টেম।
গুগল পিক্সেল 8 প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে চলেছে যেখানে এই অত্যাধুনিক ট্র্যাকিং ফিচার থাকবে।