19 AUG, 2023

BY- Aajtak Bangla

দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? যৌবন ফিরে পান এই সবজি খেয়েই

বয়স বাড়তে থাকলেই মুখের বলিরেখা নিয়ে চিন্তায় পড়তে হয় বাড়ির মহিলাদের। চামড়া কুচকে যায়! আর এই সব ভাবনা থেকেই সকলে ছোটেন পার্লারে।

অনেকে আবার দামি অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহার করতে শুরু করেন। কিন্তু এই অ্যান্টি-এজিং ক্রিমের দামও কিন্তু বাজারে বেশ চড়া।

তার থেকে অনেক সহজে বয়স আটকে দিতে পারেন পেঁয়াজে।পেঁয়াজ এমন একটি উপাদান যা নানা কাজে ব্যবহার করা হয়। শুধু ত্বক নয় চুলের জন্যও ভাল।

কিন্তু জানতে হবে কীভাবে একে ব্যবহার করবেন!

পেঁয়াজের মধ্যে আছে ভিটামিন সি যা ত্বকের জন্য দারুণ ভাল। আছে অ্যান্টিঅক্সিডেন্ট!

পেঁয়াজ ত্বককে ইউভি রশ্মি থেকে বাঁচায়! পিগমেন্টেশন দূর করে। চুলে ও ত্বকে সমান ভাবে ব্যবহার করা যায় পেঁয়াজের রস। একটি সহজ ফেস প্যাক বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন।

ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে রস বের করে নিন। এর পর এতে দু-চা চামচ গুঁড়োদুধ আর দু-চামচ ব্যসন মিশিয়ে একটি মিশ্রণ বানান।

সামান্য মধুও দিন! এর পর ভাল করে মুখে লাগিয়ে রাখুন কম করে ৩০ মিনিট। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে অ্যালোভেরা জেল লাগান।

সপ্তাহে তিন দিন স্নানের আগে করুন। বলিরেখা গায়েব হবে সঙ্গে সঙ্গেই!