BY- Aajtak Bangla
7th june, 2024
কে না চায় বলুন তো নিজেকে সবসময় ফিট আর জোয়ান রাখতে। আর তার জন্য কতই না পরিশ্রম করেন সবাই।
কিন্তু বয়স বাড়ার সঙ্গে ত্বকেও নানান সমস্যা দেখা দেয়। দাগছোপ, ব্রনর সমস্যা দেখা দিতে শুরু করে।
তবে এই সবের জন্য অ্যালোভেরা খুবই কার্যকর। ত্বকের সমস্যা দূর করতে অনেকেই মুখে অ্যালোভেরা জেল মাখেন।
কিন্তু বার্ধক্যকে দূরে রাখতে গেলে অ্যালোভেরার রস খাওয়া বেশি দরকার। ত্বকের ওপর দুর্দান্ত কাজ করে অ্য়ালোভেরা।
অ্যালোভেরার রস খেলে এটি বলিরেখা কমাতে সাহায্য করে। ত্বকের গ্লো বাড়ায়।
অ্যালোভেরার রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের ফ্রি র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে এবং বলিরেখ প্রতিরোধ করে।
অ্যালোভেরার রসে থাকা বিভিন্ন উপাদান ত্বককে হাইড্রেটেড রাখে। পাশাপাশি কোলাজেন উৎপাদনে কাজ করে। এতে ত্বক বুড়িয়ে যায় না।
কোলাজেন উৎপাদনে সহায়ক করে অ্যালোভেরা রস। এই প্রোটিন ত্বককে বলিরেখা দূর করা থেকে শুরু করে চামড়াকে টানটান করে।
অ্যালোভেরা রস শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। দেহে জমে থাকা বর্জ্য বের করে। এতে ত্বকের সমস্যাও কমে।