02 MARCH, 2025

BY- Aajtak Bangla

৫০-এও থাকবেন ৩০-এর মতো তরুণ, লাগবে শুধু এই ফুল

বয়স বাড়লেও ত্বকে তার প্রভাব পড়ুক তা চান না কেউই। সেই কারণে নানা প্রসাধনী ব্যবহার করএন প্রায় সকলেই।

তবে আজ আমরা এমন একটা টিপস দেব, যা ব্যবহার করলে সহজেই তরুণ থাকতে পারবেন।

জলের মধ্যে কিছুটা পরিমাণ গোলাপ পাপড়ি দিয়ে জলটা ভাল করে ফুটিয়ে নিন। জল ফুটে গেলে, জলটি ছেঁকে নিয়ে ঠান্ডা করুন।

একটি শিশির মধ্যে গোলাপের এই জল ঢেলে রেখে ফ্রিজে রেখে দিন।

টোনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ঘরে ফিরে ক্লান্ত ত্বককে তরতাজা করতে দারুণ কাজ করে ঘরে তৈরি এই গোলাপ জল।

পরিমাণমতো বেসন নিন। তার মধ্যে অল্প দুধ মিশিয়ে নিন। ঘরে তৈরি গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন।

রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

অল্প পরিমাণ নারকেল তেলের সঙ্গে কয়েকটা গোলাপের পাপড়ি মিশিয়ে গরম করে নিন। ঠান্ডা হলে হাতে, পায়ে মেখে নিন।

শুষ্ক ত্বকের পক্ষে এটি খুবই উপকারি।