13 OOCTOBER 2024

BY- Aajtak Bangla

বয়স বাড়লেও ভাটা পড়বে না যৌবনে, নিয়মিত খান এই সবজি

এই গরমে বাইরে বেরোলেই ট্যান পড়ছে মুখে। লাল হয়ে যাচ্ছে মুখ। সানস্ক্রিন লাগিয়েও কাজ হচ্ছে না। তবে ঘরোয়া টোটকাতেই মুখের জেল্লা ফিরে পাবেন।

মুখের ট্যান ওঠাতে দারুণ কাজ দেয় টম্যাটো। রোদ থেকে ফিরে বা দিনের কোনও একটা সময় টম্যাটো লাগালে ট্যান দূর হবে। মাত্র ২৪ ঘণ্টায় ফিরে পাবেন ত্বকের জেল্লা।

প্রথমে একটা বড় সাইজের টম্যাটোর অর্ধেক কেটে নিন। উপরে চালগুঁড়ো লাগিয়ে  ত্বকের উপর ঘষুন। ৪-৫ মিনিট ঘষার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। 

টম্যাটোকে পেস্ট করে তার মধ্যে হলুদ ও বেসন গুঁড়ো মিশিয়ে প্রায় ৩ থেকে ৪ মিনিট ঘষুন। তাহলেও কাজ দেবে। 

টম্যাটোর ফেসপ্যাকও লাগাতে পারেন। সেজন্য গোল গোল করে টম্যাটো কেটে মুখে লাগান। কয়েক মিনিট পরে তা তুলে দিন। মুখ ধুয়ে ফেলুন। 

সপ্তাহে ২ থেকে ৩ বার যদি টম্য়াটো লাগান তাহলে আপনার ট্যান দূর হবে। রোদে বেরোলেও ট্যান পড়বে না। 

এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে টম্যাটোর রস ও এক ফোঁটা নারকেল তেল মেশান। তা মুখে মেখে ফেলুন। তাহলেও রোদে পোড়া মুখ থেকে ট্য়ান দূর হবে।

মুখের জন্য টমেটো ব্যবহার করলে তা ময়েশ্চারাইজ করতে সাহায্য করতে পারে । দইয়ের সঙ্গে এটি ব্যবহার করতে পারেন।