BY- Aajtak Bangla

কিছু রাখা মাত্রই কৌটোয় সারি সারি পিঁপড়ে? এভাবে তাড়ান নিমেষে!  

18 SEPTEMBER, 2024

পিঁপড়ে আমাদের সবার বাড়িতেই বাসা বাঁধে, যেখানে সেখানে দেখতে পাওয়া যায় এই ক্ষুদ্র জীবদের। 

পিঁপড়েকে ভয় পাওয়ারও রয়েছে বিশেষ কারণ। অনেকের আবার অ্যালার্জিও আছে পিঁপড়ে থেকে। 

 আমরা পিঁপড়ে থেকে মুক্তি পেতে ব্যবহার করি কীটনাশক, কিন্তু এগুলি বাচ্চাদের জন্য বিপজ্জনক হতে পারে। 

জানুন, কীটনাশকের ব্যবহার না করে কীভাবে পিঁপড়ে তাড়াবেন। 

বাসন ধোয়ার সাবান ও জল মিশিয়ে তা পিঁপড়ে দেখলেই স্প্রে করে দিন, চলে যাবে সব পিঁপড়ে। 

জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে তৈরি করতে পারেন কীটনাশক, এটা দারুন কাজে দেবে। 

বরিক অ্যাসিডের সঙ্গে চিনি মিশিয়ে রাখুন, পিঁপড়ে চিনির গন্ধ পেয়ে খেতে আসলেই মারা পড়বে।

পিঁপরের বাসার সামনে দারুচিনি গুঁড়ো ছড়িয়ে দিন, সকালে দেখবেন কোনও পিঁপড়ে নেই আর।