BY- Aajtak Bangla

বাগানের গাছ ভরেছে পিঁপড়েতে? এই ঘরোয়া টোটকায়  বাপ বাপ বলে পালাবে 

22 OCTOBER, 2024

কীটপতঙ্গের উপদ্রব বাড়িতে বাড়লে নানা সমস্যায় পড়তে হয়। বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে পিঁপড়ে।

পিঁপড়ে গাছেও খুব আক্রমণ করে এবং এর ফলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। 

বাগানে পিঁপড়ের আতঙ্কে অস্থির হয়ে থাকেন গাছপ্রেমীরা। আপনিও যদি তাদের  মধ্যে একজন হন, তাহলে জানুন পিঁপড়ে তাড়াতে টিপস।

বর্তমানে বাজারজাত বহু কীটনাশক পাওয়া যায়, যা পোকামাকড় দূর করে। তবে যদি আপনি কীটনাশক ব্যবহার করেও পিঁপড়েরর হাত থেকে নিস্তার না পান, তাহলে জানুন কীভাবে সহজে তাড়াবেন। 

রসুনের লবঙ্গ পিষে জলে ফুটিয়ে নিন এবং এই দ্রবণটিকে ঠান্ডা হলে একটি বোতলে ভরে নিন। এবার এই দ্রবণটি গাছে স্প্রে করুন। এতে পিঁপড়ে মরে যাবে।

বাগান থেকে পিঁপড়ে তাড়ানোর জন্য, কিছু শুকনো বা কাঁচা লঙ্কা পিষে, জলে সেদ্ধ করুন। এই দ্রবণটি ফিল্টার করুন এবং যেখানে পিঁপড়ে রয়েছে, সেখানে স্প্রে করুন।

পিঁপড়ে দারুচিনির গন্ধ পছন্দ করে না। গাছের চারপাশে দারুচিনির গুঁড়ো বা জল ছিটিয়ে দিতে পারেন। এটির জন্যে পিঁপড়ে পালাবে।

বাগান থেকে পিঁপড়ে দূর করতে, ব্ল্যাক কফির ঢেলে দিন যেসব গাছে পিঁপড়ের আনাগোনা বেশি।