12 January 2024

BY- Aajtak Bangla

অনুষ্কা কি বিরাটের চেয়ে লম্বা?

বিরাটের সঙ্গে দেখা হওয়ার আগে অনুষ্কা ভেবেছিলেন, বিরাটের উচ্চতা ৬ ফুট বা এর কাছাকাছি হবে

অন্যদিকে বিরাট ভেবেছিলেন, অনুষ্কা তাঁর চেয়ে লম্বা নয়!

কিন্তু প্রথম দেখায় দেখা গেল ঘটনা উল্টো। বিরাট ‘ততটা লম্বা’ নন, যতটা ভেবেছিলেন অনুষ্কা। অন্যদিকে অনুষ্কাকে দেখাচ্ছিল বিরাটের চেয়ে লম্বা।

তাই বিরাট অনুষ্কার থেকে লম্বা কি না, সেটা প্রথম দেখায় বিরাটেরও প্রশ্ন ছিল।

আসলে একটা উঁচু হিল পরে এসেছিলেন অনুষ্কা। বিরাট মজা করে বলেছিলেন, ‘এর চেয়ে উঁচু হিল কি আর ছিল না?’

শুনে বিরক্ত হয়েছিলেন অনুষ্কা, ‘এক্সকিউজ মি!’

অনুষ্কার উত্তর শুনে বিরাটের মনে হয়েছিল, ভুল জায়গায় ভুল ‘জোক’ করে ফেলেছেন।

অনুষ্কা প্রথম দেখার পর বিরাটের কেমন লেগেছিল? বিরাট বলেন, ‘ওকে মনে হচ্ছিল অনেক আত্মবিশ্বাসী। ওর আত্মবিশ্বাসের পাশে নিজেকে মনে হচ্ছিল বোকা বোকা। ভাবছিলাম, ফ্রেমে সেটা ধরা পড়ে যাবে।’

আসলে বিরাট কোহলি আর আনুশকা শর্মা দুজনেই সমবয়সী। দুজনেরই বয়স ৩৫ বছর। (বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালের ৫ নভেম্বর। আর আনুশকার একই বছরের ১ মে। সেই হিসাবে আনুশকা ৬ মাস ৪ দিনের বড়)।

দুজনের উচ্চতাই সমান, ৫ ফুট ৯ ইঞ্চি। অনুষ্কা উঁচু জুতা পরায় অনেক ছবি আর ভিডিওতে বিরাটের চেয়ে তাঁকে বেশি লম্বা দোখায়