BY- Aajtak Bangla

শিব- শনির প্রিয় ফুল এভাবে চাষ করুন ব্যালকনিতেই! দারুণ শুভ- সৌন্দর্য বাড়বে   

25 FEBRUARY, 2025

অপরাজিতা ফুল যেমন দেখতে সুন্দর, সেরকম বাড়ির জন্যেও অত্যন্ত শুভ। 

দেবাদিদেব শিব ও গ্রহরাজ শনির প্রিয় অপরাজিতা। মহাদেবের প্রিয় বলে, ফুলের আরেক নাম নীলকণ্ঠ। 

বাস্তু মতে অপরাজিতা ফুল খুবই শুভ। এর ঔষধি গুণও রয়েছে। সহজেই ব্যালকনিতে এই গাছ লাগাতে পারেন।

এটি লাগানোর জন্য, একটি বড় পাত্রে উর্বর মাটি নিন। এর বীজ বপনের আগে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। 

এতে অঙ্কুরোদগম বাড়ে। যার কারণে গাছ সহজে বেড়ে উঠবে।

অপরাজিতা গাছে বেশি জল ঢালবেন না। অতিরিক্ত জলের কারণে শিকড় পচে যেতে পারে।

সম্ভব হলে প্রতি ২-৩ সপ্তাহে সার দিন। ৪-৫ ঘণ্টা ভাল সূর্যালোক প্রয়োজন এই গাছের। এতে সুস্থ ও সবুজ থাকবে।

এছাড়াও পোকামাকড় এবং রোগ থেকে উদ্ভিদ রক্ষা করার জন্য নিয়মিত জৈব কীটনাশক ব্যবহার করুন।

বাড়তে শুরু করলে, এই লতানো গাছকে একটি বেড়া বা কঞ্চির সাপোর্ট দিন।