13 APRIL, 2025

BY- Aajtak Bangla

সন্তানকে সফল হবেই, ছোট থেকেই শেখান কালামের ৫ বাণী

এপিজে আব্দুল কালাম মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন।

আব্দুল কালাম

এপিজে আবদুল কালাম ৭ টিপস দিয়েছেন, যা মেনে চললে আপনার সন্তানও হবে ইঞ্জিনিয়ার বা ডাক্তার

কালামের ৭ টিপস

 সন্তানকে স্বপ্ন দেখা শেখান ছোট থেকে। যাতে ১৫ বছরের আগেই সে নিজের লক্ষ্য বেছে নিতে পারে।

স্বপ্ন দেখা

 সন্তানকে পরিশ্রম করতে দিন। তাকে বিশ্রাম নিতে বা থামতে দেবেন না। দরকারে কাজ দিন। 

কঠিন পরিশ্রম

 অন্যকে সাহায্য করতে শেখান। হিংসে নয়, সাহায্য করলেই তার মধ্যে মানবিকতা ও নেতৃত্বগুণ বাড়বে।  

সাহায্য

জ্ঞানই মানুষকে পরিশীলিত করে। তাকে ভদ্র করে। জ্ঞান আনে সাফল্যও। তাই সুশিক্ষা দেওয়া দরকার। 

শিক্ষা

 শিক্ষার সঙ্গে তার মধ্যে মূল্যবোধ তৈরি করুন। বড়দের শ্রদ্ধা, মুখে মুখে তর্ক না করা। 

মূল্যবোধ

সন্তানকে মেলামেশা করতে দিন। বন্ধু হোক তার। নইলে একাকীত্ব গ্রাস করবে তাকে।  

বন্ধুত্ব

 ভালো পরিবেশেই ছেলেমেয়ে মানুষ হয়। তাই বাড়িতে অশান্তি, ঝামেলা করবেন না। অন্তত শিশুর সামনে নয়। 

পরিবারে প্রেম

 শিশুর মধ্যে সংবেদনশীলতা তৈরি করুন। অন্যের কষ্টে সে যেন ভাবে। তার মধ্যে মানবিকগুণ তৈরি করুন।

সংবেদনশীল