BY- Aajtak Bangla
28 January 2025
মাথায় একঝাঁক কালো কুচকুচে চুলের স্বপ্ন সকলেই দেখেন। তবে অনেকেরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়ে যায়।
চুলের যত্ন নিতে তাই অনেকেই নানা বাজারের শ্যাম্পু, তেল ব্যবহার করেন। তবে তার ফল খুব একটা পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মতে, এই ফলের খোসার জল মাথায় ঢাললে চুল গজাবে।
বিশেষজ্ঞদের মতে, কলার খোসা খুবই উপকারী চুলের জন্য। কলার খোসার জল ঢাললে মাথায় চুল গজায়।
কীভাবে ব্যবহার করবেন জেনে নিন... . .
প্রথমে কলার খোসাগুলি ছো করে কেটে নিন। তারপরে পাত্রে পরিমাণ মতো জল নিয়ে তাতে খোসাগুলি ভাল করে ফুটিয়ে নিতে হবে। . .
এবার পাত্রটি ঢাকা দিয়ে রাখুন। তারপরে জল থেকে কলার খোসাগুলি তুলে নিন।
তারপরে ঠান্ডা করে ওই জল মাথায় ঢালুন। তারপরে আধঘণ্টা বাদে শ্যাম্পু করে নিলেই ফল পাবেন।