BY- Aajtak Bangla

আলমারিতে বেলপাতা রাখলেই জীবন বদল, রইল সিক্রেট টোটকা

26 June  2025

ভগবান শিবের পুজোয় বেলপাতা লাগেই। বেলপাতা ছাড়া শিবের পুজো হয় না। 

বলা হয়, বেল পাতায় তুষ্ট হন মহাদেব। জ্যোতিষ মতে, বেলপাতার এসব টোটকা মেনে চললেই সুখের জীবন।

মহাদেবকে নিবেদন করা বেলপাতা আলমারিতে রাখুন। এতে আর্থিক সঙ্কট কেটে যায়।

চন্দন দিয়ে বেলপাতায় ওম নমহঃ শিবায় লিখে ঘরে টাকা রাখার জায়গায় রেখে দিন, এতে আর্থিক পরিস্থিতির ভাল হয়।

প্রতি সোমবার ৫টি করে বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন। পুজোর পর এই বেলপাতা পার্স বা মানিব্যাগে রাখুন।

প্রতি সোমবার এভাবে বেলপাতা রাখুন মানিব্যাগে এবং আগের সপ্তাহের বেলপাতা জল ভাসিয়ে দিন। এরফলে জীবনে কখনও অর্থাভাব হবে না।

ঘি ও ক্ষীর দিয়ে বেলগাছের পুজো করলে বিলাসিতায় জীবন কাটবে।