BY- Aajtak Bangla
24 APRIL, 2025
ঘন কালো কুচকুচে চুল সকলেই চান। যে কারও সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে চুল।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকতে থাকে। অনেকের আবার অল্প বয়সেই চুল পেকে যায়।
পাকা চুল কালো করার জন্য অনেকেই নানা প্রসাধনী, কলপ ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না।
বিশেষজ্ঞদের মতে, ২-৩টি লবঙ্গ চুল কালো করে দেবে। কীভাবে?
প্রথমে একটি পাত্রে ২-৩টি লবঙ্গ নিন।
এরপরে এতে আদা ছিলে জলে মেশান। ১০ মিনিট জল ফোটাতে হবে।
ফোটানোর পর জল ঠান্ডা করে ছেঁকে তাতে লেবুর রস মেশাতে হবে।
চুলে ভাল করে মিশ্রণটি লাগান। তারপরে ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতেই চুল প্রাকৃতিক ভাবে কালো হবে।