BY- Aajtak Bangla

রোজ রাতে ১ ফোঁটা নারকেল তেল, উপচে পড়বে যৌবন

2 August  2024

আমাদের রোজকার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে নারকেল তেল।

চুল থেকে ত্বক, নারকেল তেলের অনেক উপকারিতা রয়েছে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চামড়া কুঁচকে যায়। ত্বকে বলিরেখা পড়ে। যার ফলে চেহারায় বুড়োটে ছাপ পড়ে।

তাই অনেকেই নানা রূপচর্চা করেন। তবে তার ফল খুব একটা দীর্ঘমেয়াদী হয় না।

বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই ভাল। . .

রোজ রাতে মুখে নারকেল তেল লাগালে কুঁচকানো চামড়া টানটান হবে। বলিরেখা দূর হবে। . .

মুখে নারকেল তেল লাগালে ত্বকে কোলাজেন উৎপন্ন হয়। এতে ত্বকের জেল্লা বাড়বে।

নিয়মিত নারকেল তেল লাগালে ত্বক নরম এবং কোমল হবে।

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল মুখে মালিশ করলে এতে যৌবন বাড়বে।