BY- Aajtak Bangla

নাভিতে নারকেল তেল লাগালে এই সব উপকার হয়

12 APRIL, 2025

আমাদের দেহের অন্যতম অঙ্গ হল নাভি। তাই নাভির যত্ন নেওয়া প্রয়োজন।

নাভি

বিশেষজ্ঞদের মতে, আমাদের দেহে নাভিতে সবচেয়ে নোংরা জমে।

নোংরা

তাই নিয়মিত নাভি পরিষ্কার করা দরকার। তা না হলে নানা শারীরিক সমস্যা তৈরি হবে।

পরিষ্কার করতে হবে

বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল খুবই উপকারী।

নারকেল তেল

নারকেল তেলে রয়েছে অ্যান্টিফাংগাল এবং অ্যান্টিবায়োটিক উপাদান।

তেলের উপাদান

রোজ রাতে নাভিতে এক ফোঁটা নারকেল তেল লাগান। তা হলে নাভি পরিষ্কার হবে।

১ ফোঁটা তেল

শুধু তাই নয়, এর ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে।

জেল্লা বাড়বে

নাভিতে নারকেল তেল লাগালে হজমের সমস্যা দূর হয়।

হজমের সমস্যা

নাভিতে নারকেল তেল লাগালে দৈহিক সৌন্দর্য বাড়ে।

সৌন্দর্য