BY- Aajtak Bangla

টাকে গজাবে কালো কুচকুচে চুল, এই ফুল নারকেল তেলে মিশিয়ে নিন

19 APRIL, 2025

অনেক পুরুষই রয়েছেন, যাঁদের অল্প বয়সে টাক পড়ে যায়। টাক পড়ে গেলে চেহারায় বুড়োটে ছাপ পড়ে।

টাক

টাক ঢাকতে তাই অনেকেই নানা ধরনের তেল, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না।

শ্যাম্পু

তবে ঘরোয়া এই টোটকা মেনে চললে, টাকে চুল গজাবেই। কীভাবে?

টাকে চুল গজাবে

ঘরে নারকেল তেলের সঙ্গে জবা ফুল ফোটালে কালো চুল গজাবে।.

নারকেল তেল

বিশেষজ্ঞদের মতে, আমাদের চুলের জন্য জবা ফুল খুবই উপকারী।

জবা ফুল

কড়াইয়ে নারকেল তেল গরম করে তাতে জবা ফুল, পেঁয়াজ, মেথি বীজ ফোটাতে হবে।

মিশ্রণ

১০ মিনিট এভাবে ফোটানোর পর নামিয়ে নিন। ঠান্ডা করে ছেঁকে নিয়ে তেলটা বোতলে ভরে রাখুন। . .

ফোটাতে হবে

তারপরে ওই তেল সপ্তাহে ২-৩ বার মাথায় লাগান। রাতারাতি ফল পাবেন।

উপকার পাবেন