BY- Aajtak Bangla

১০ টাকার এই সবজি শুধু ঘষে নিন মাথায়, মিশমিশে কালো সিল্কি চুল পান

20th October, 2024

প্রত্যেকেই চুলের প্রশংসা পেতে ভালোবাসেন। তাঁদের চুলের দিকে সবাই তাকান এবং সেই চুলের প্রশংসা করুন।

চুল ছোট হোক আর বড়, তার জেল্লা যদি সবার নজর টানে, তাহলে বুঝতে হবে যে সত্যিই সেই চুল সুন্দর।

তবে চুলের যত্নের জন্য শসার কিন্তু জুড়ি মেলা ভার। অনেকেই এই সবজি ত্বকের যত্নে ব্যবহার করেন। তবে এটা চুলের জন্য ভাল।

শসার রস চুলের স্ক্যাল্পের জন্য খুবই ভাল। সার ছোট টুকরো সরাসরি স্ক্যাল্পে ঘষতে পারেন কিংবা চুলের গোড়ায় মালিশ করতে পারেন। তাতেই উপকার মিলবে ষোলো আনা।

শসার টুকরো লাগানোর পরিবর্তে আপনি শসার রসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শসার কুচি থেকে সাদা কাপড়ে রস ছেঁকে নিন। তারপর সেই রস স্ক্যাল্পে মালিশ করুন।

শসার রস স্ক্যাল্পে লাগানোর পরে অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করুন এবং তারপরে শ্য়াম্পু করে নিন। এতেই মিলবে উপকার।

স্ক্যাল্পকেও হাইড্রেটেড রাখতে সাহায্য করে শসার রস। তাই স্ক্যাল্পের প্রদাহ কম করতে বা তার আর্দ্রতা ধরে রাখার জন্য শসার রস ব্যবহার করতেই পারেন আপনি।

এতে আছে ভিটামিন-এ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন-সি। যা চুলে পুষ্টি জোগান দেয়।