BY- Aajtak Bangla

ডিমের খোসা মুখে লাগান, ৭০ বছরেও টানটান চামড়া, কীভাবে মাখবেন? জানুন 

5 FEB 2025

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চামড়া কুঁচকে যায়। তাই অনেকেই নানা ধরনের রূপচর্চা করেন।

ফেশিয়াল বা পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করালেও ফল দীর্ঘস্থায়ী হয় না। তাছাড়া খরচসাপেক্ষ।

ঘরে সহজেই ত্বককে টানটান করতে পারবেন। লাগবে শুধু ডিমের খোসা। কীভাবে মাখবেন? জেনে নিন পদ্ধতি...

বিশেষজ্ঞদের মতে, ডিমের খোসা আমাদের ত্বকের জন্য খুব উপকারী। 

ডিমের খোসা প্রথমে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে গুঁড়ো করে নিন। এর মধ্যে ডিমের কুসুম মিশিয়ে পেস্ট বানান। . .

 এই মিশ্রণে বেসন দিন। তাতে মধু, অল্প হলুদ দিন। তারপরে মিশিয়ে ফ্রিজে রাখুন। . .

মুখ পরিষ্কার করার পর এই মিশ্রণ লাগান। আধঘণ্টা রেখে গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।

সপ্তাহে অন্তত ২ দিন ডিমের খোসার এই ফেসপ্যাক মুখে লাগালে বলিরেখা পড়বে না। ত্বক উজ্জ্বল থাকবে।