BY- Aajtak Bangla
18 FEB 2025
ঘন কালো লম্বা চুল আমরা সকলেই চাই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেকেরই চুলের বৃদ্ধি কমতে থাকে।
ডিম খাওয়ার সময় আমরা ডিমের খোলা ফেলে দিই। তবে চুলের যত্নের জন্য ডিমের খোলা খুবই উপকারী।
রূপ বিশেষজ্ঞদের মতে, ডিমের খোসা বা ডিমের খোলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, যা মাথার ত্বকে পিএইচের ভারসাম্য বজায় রাখে।
ডিমের খোসা চুলে লাগালে মসৃণ হয়, রুক্ষ ভাব দূর হয়ে যায়।
ডিমের খোলা মাথায় লাগালে কালো কুচকুচে চুল গজায়। . .
ডিমের খোলা কীভাবে লাগালে চুল ঘন কালো কুচকুচে হবে, জেনে নেওয়া যাক... . .
শ্যাম্পুর সঙ্গে ডিমের খোলা চূর্ণ করে মিশিয়ে মাথায় লাগালে চুল নরম ও মসৃণ হয়।
ডিমের খোলার সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথায় লাগালে চুল লম্বা হবে এবং চকচক করবে।
অ্য়ালোভেরা জেলের সঙ্গে ডিমের খোলা মিশিয়ে মাথায় লাগালে চুল নরম হবে।