BY- Aajtak Bangla
7 FEB 2025
ত্বকের যত্ন নিতে আমরা অনেকেই কত কী-ই না করে থাকি। কেউ নিয়মিত পার্লারে যান। আবার অনেকে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন।
তবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার থেকে ভাল কিছু হয় না। বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন বাসি ভাত। কীভাবে?
বাসি ভাত মুখে লাগালে ত্বক কোমল হয়। বাসি ভাত লাগালে চামড়া টানটান হয়।
বাসি ভাত মুখে লাগালে ত্বক চকচক করে।
বাসি ভাত চটকে মুখে লাগালে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয়। . .
বাসি ভাত মুখে নিয়মিত লাগালে কোরিয়ানদের মতো ঝকঝকে স্কিন হয়। . .
বাসি ভাত ব্লেন্ড করে তাতে লেবুর রস ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। এতে ত্বকের জেল্লা বাড়বে।
বাসি ভাত ব্লেন্ড করে তাতে মধু ও মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগালে ত্বক সতেজ থাকে। ত্বকে জমে থাকা ময়লা সাফ হয়। এতে ত্বক হবে কোমল।
বাসি ভাতের সঙ্গে টক দই, মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুলে ফেললেই ত্বক টানটান হবে।