BY- Aajtak Bangla
30 APRIL, 2025
গরমে আমাদের সকলেরই প্রায় ঘাম হয়। আর ঘাম হলেই শরীর থেকে দুর্গন্ধ বেরোয়।
বিশেষ করে বগলে ঘাম জমে গিয়ে বিশ্রী দুর্গন্ধ ছড়ায়।
পচা গন্ধ থেকে বাঁচতে অনেকে বগলে রোল অন ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না।
এই সবজি বগলে লাগালেই প্রাকৃতিক ভাবে সুগন্ধ ছড়াবে। আর পচা দুর্গন্ধ বেরোবে না।
বগলে ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পেতে ব্যবহার করতে হবে পাতি লেবু।
বিশেষজ্ঞদের মতে, রোজ বগলে লেবুর রস ঘষে নিলে বগলের ত্বক ভাল থাকে এবং দুর্গন্ধ হয় না।
বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে ঘন করে বগলে লাগিয়ে ১০ মিনিট রাখতে হবে। তারপরে ধুয়ে নিলেই দুর্গন্ধ দূর হবে।
এছাড়া বগলে গোলাপ জল লাগালেও ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায়।