BY- Aajtak Bangla
21 May 2025
ভাতের সঙ্গে মুসুর ডাল বাঙালির রোজকার খাওয়া-দাওয়ার মধ্যে পড়ে।
চিকিৎসকদের মতে, মুসুর ডালে প্রচুর পুষ্টি রয়েছে। যা আমাদের শরীরের জন্য ভাল।
তবে শুধু খাওয়া নয়, মুসুর ডাল মাখলেও বিশাল উপকার পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, মুসুর ডালে রয়েছে ভিটামিন, মিনারেল। যা ত্বক পরিষ্কার করে। .
মুসুর ডালে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বকের প্রদাহ কমায়। ব্রণের সমস্যা কমায়।
মুসুর ডালে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। যার ফলে চামড়া টানটান হয়। ।
কিন্তু মুসুর ডাল মুখে লাগাবেন কীভাবে, রইল পদ্ধতি... ।
২-৩ চামচ মুসুর ডাল জলে ভিজিয়ে পেস্ট করে নিন। এতে কাঁচা দুধ, হলুদ গুঁড়ো মেশান।
তারপরে ওই মিশ্রণ মুখে মেখে ২০ মিনিট রেখে দিন। তারপরে ধুয়ে নিলেই চকচক করবে মুখ।