BY- Aajtak Bangla
17 May 2024
আমাদের রোজকার জীবনে সর্ষের তেল নানা কাজে লাগে। রান্না তো বটেই, এছাড়াও নানা কাজে লাগে এই তেল।
চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। ঘন কালো চুল থাকলে চেহারায় বাড়বে জৌলুস। কিন্তু বয়স বাড়লে চুল পেকে যায়।
তবে সর্ষের তেল কামাল করতে পারে। নিয়মিত এই তেল এভাবে লাগালে আজীবন থাকলে কালো কুচকুচে চুল।
বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন এ, ডি, কে, ই। যা চুল পড়া রোধ করে। . .
সর্ষের তেলে রয়েছে বিটা ক্যারোটিন, জিঙ্ক, ওমেগা থ্রি অ্যাসিড। এতে চুল ঘন কালো হয়। . .
মাথায় খুসকি, চুলকানির সমস্যা হলে সর্ষের তেল মাখলে উপকার পাওয়া যায়।
সর্ষের তেলের সঙ্গে লেবুর রস, ধনে গুঁড়ো মিশিয়ে চুলে লাগান। তারপরে শ্যাম্পু করে নিন। এতে চুল হবে মজবুত। ।
সপ্তাহে ৩ দিন এভাবে চুলে লাগালে উপকার পাবেন। সর্ষের তেলের এই মিশ্রণে চুল আজীবন কালো থাকবে।
সর্ষের তেলের সঙ্গে অ্যালোভেরা জেলও মেশাতে পারেন। এই মিশ্রণ চুলে লাগালেও চুল চকচক করবে।