BY- Aajtak Bangla
26 APRIL, 2025
রোজকার জীবনে সর্ষের তেল কাজে লাগেই। সর্ষের তেল ছাড়া রান্না কার্যত অসম্ভব।
আবার সর্ষের তেল আমাদের শরীরের জন্যও ভাল।
বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে শীতকালে গায়ে সর্ষের তেল মাখলে নানা উপকার পাওয়া যায়।
শীতে গায়ে সর্ষের তেল মাখলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
সর্ষের তেল গায়ে লাগালে শক্তি বাড়ে। .
সর্ষের তেল গায়ে মাখলে খিদে বাড়ে।
ক্লান্তি দূর করতেও কার্যকরী সর্ষের তেল।
সর্ষের তেল গায়ে মাখলে ঠান্ডা লাগার সমস্যা কমবে।
সর্ষের তেল গায়ে লাগালে ত্বকের সমস্যা দূর হয়।