BY- Aajtak Bangla

২ ফোঁটা সর্ষের তেল রোজ গায়ে মাখলে এসব উপকার হয়

26  APRIL, 2025

রোজকার জীবনে সর্ষের তেল কাজে লাগেই। সর্ষের তেল ছাড়া রান্না কার্যত অসম্ভব।

সর্ষের তেল

আবার সর্ষের তেল আমাদের শরীরের জন্যও ভাল।

উপকারী

বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে শীতকালে গায়ে সর্ষের তেল মাখলে নানা উপকার পাওয়া যায়।

মাখলে উপকার

শীতে গায়ে সর্ষের তেল মাখলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

রক্ত সঞ্চালন

সর্ষের তেল গায়ে লাগালে শক্তি বাড়ে। .

শক্তি বাড়ে

সর্ষের তেল গায়ে মাখলে খিদে বাড়ে।

খিদে বাড়ে

ক্লান্তি দূর করতেও কার্যকরী সর্ষের তেল।

ক্লান্তি 

সর্ষের তেল গায়ে মাখলে ঠান্ডা লাগার সমস্যা কমবে।

ঠান্ডা

সর্ষের তেল গায়ে লাগালে ত্বকের সমস্যা দূর হয়।

ত্বকের সমস্যা