BY- Aajtak Bangla

রোজ রাতে ১ ফোঁটা সর্ষের তেল, তাতেই চরম সুখ-মজা

19 September 2024

সর্ষের তেল আমাদের রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। সর্ষের তেল ছাড়া রান্না অসম্ভব।

শুধু রান্না নয়, সর্ষের তেল আমাদের নানা উপকারে কাজে লাগে। সর্ষের তেল মাখলে সর্দি-কাশির উপশম হয়। সুস্থ থাকে শরীর।

রোজ রাতে নাভিতে সর্ষের তেল লাগালে পেটের সমস্যা মিটে যায়।

প্রতিদিন মাথায় সর্ষের তেল লাগালে চুল কালো থাকবে। চুল পড়া বন্ধ হবে।

সর্দি-কাশি হলে বুকে সর্ষের তেল মালিশ করলে আরাম পাওয়া যায়। . .

 সর্ষের তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখলে ত্বক উজ্জ্বল হয়। . .

রিংকলের সমস্যা সমাধানেও সর্ষের তেল দারুণ উপকারী। এতে রয়েছে ভিটামিন, যা ত্বককে ভাল রাখে।   . .

সর্ষের তেল হাতে-পায়ে মাখলে রুক্ষ ভাব দূর হয়। চুলকানির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।