BY- Aajtak Bangla
6 July 2024
সর্ষের তেল আমাদের রান্নায় লাগেই। তাছাড়া সর্ষের তেল আমাদের রোজকার জীবনে নানা কাজে লাগে।
আমাদের শরীরের অন্যতম অঙ্গ হল নাভি। তাই শরীরের অন্য অঙ্গের মতো নাভিরও যত্ন নেওয়া জরুরি।
চিকিৎসকদের মতে, আমাদের শরীরের সবচেয়ে নোংরা জায়গা হল নাভি। কেননা নাভিতেই সবচেয়ে বেশি ময়লা জমে।
তাই নিয়মিত নাভি পরিষ্কার না করলে ময়লা জমতে পারে। যা থেকে শরীর খারাপ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রোজ রাতে নাভিতে সর্ষের তেল দিলে ময়লা পরিষ্কার হবে। . .
শুধু তাই নয়, নাভিতে সর্ষের তেল লাগালে পেটের সমস্যাও দূর হয়। ত্বক ভাল থাকে। . .
নাভিতে সর্ষের তেল লাগালে হজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
নিয়মিত নাভিতে সর্ষের তেল লাগালে পেট ব্যথার সমস্যা দূর হয়।
রোজ রাতে নাভিতে সর্ষের তেল লাগালে চেহারায় জেল্লা বাড়ে।