BY- Aajtak Bangla

বুড়ো হলেও টানটান যৌবন, শুধু লাগান এই ১ ফোঁটা তেল

14 January 2025

বয়স হওয়ার সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায়। চেহারায় বয়সের ছাপ পড়ে।

কেউই চান না যে তাঁকে বুড়ো দেখাক। তাই অনেকে নানা প্রসাধনী ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না। 

বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেল খুবই উপকারী। সর্ষের তেল লাগালে নানা উপকার পাওয়া যায়।

রোজ রাতে সর্ষের তেল ও নারকেল তেল মিশিয়ে মাসাজ করলে ত্বক চকচক করবে।

দই, লেবুর রসের সঙ্গে সর্ষের তেল মিশিয়ে মুখে মাখলে ট্যান দূর হয়। . .

সর্ষের তেলে রয়েছে ভিটামিন এ, ই ও বি কমপ্লেক্স। যা রিংকল কমাতে সাহায্য করে। . .

হাতের তালুতে অল্প সর্ষের তেল ঘষে নিয়ে মুখে লাগিয়ে বাইরে বেরোলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা পায়।   . .

সর্ষের তেল লাগালে শুষ্কতা ও চুলকানির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।