BY- Aajtak Bangla

মুখে লাগান ২ ফোঁটা সর্ষের তেল, এভাবে ঘষলেই যৌবন খুলে বেরোবে

11 FEB 2025

মুখের সৌন্দর্য বাড়াতে অনেকেই নানা রকমের প্রসাধনী মাখেন। কেউ আবার ফেসিয়াল করান।

তবে ঘরোয়া উপায়ে সহজেই মুখের ত্বক টানটান করতে পারবেন। শুধু লাগবে সর্ষের তেল।

বিশেষজ্ঞদের মতে, সর্ষের তেলে এমন কিছু উপাদান রয়েছে, যা আমাদের ত্বকের জন্য ভাল।

এভাবে সর্ষের তেল মুখে লাগালে টানটান চামড়া থাকবে... .

সর্ষের তেলের সঙ্গে মধু ও হলুদ মিশিয়ে মুখে মালিশ করে ধুয়ে নিন।

এতে ত্বকে ব্রণ বা কোনও সংক্রমণ কমে যাবে। ত্বক হবে উজ্জ্বল।

সর্ষের তেলের সঙ্গে ওটস মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপরে মুখ ধুয়ে ফেলুন।  

এতে ত্বক হবে কোমল ও মোলায়েম। ত্বকের কালচে ভাব দূর হবে।