BY- Aajtak Bangla

১ ফোঁটা সর্ষের তেল রোজ রাতে, তাতেই চরম সুখ

3 December  2024

সর্ষের তেল আমাদের রোজকার জীবনে কাজে লাগেই। সর্ষের তেল ছাড়া রান্না কার্যত অসম্ভব।

আবার সর্ষের তেল আমাদের নানা উপকারে কাজে লাগে। রোজ সর্ষের তেল মাখলে শরীর সুস্থ থাকবে। 

রোজ রাতে নাভিতে সর্ষের তেল লাগালে পেটের সমস্যা দূর হয়।

নিয়মিত মাথায় সর্ষের তেল লাগালে আজীবন কালো ঘন চুল থাকবে।

সর্ষের তেল বুকে লাগালে সর্দি-কাশির প্রকোপ কপে। . .

সর্ষের তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মুখে ম্যাসাজ করলে ত্বক ভাল উজ্জ্বল হবে। . .

সর্ষের তেলে রয়েছে ভিটামিন এ, ই এবং বি কমপ্লেক্স। এতে রিংকর কমাতে সাহায্য করে।

সর্ষের তেল মাখলে ত্বকের শুষ্কতা এবং চুলকানির সমস্যা দূর হয়।