24 June, 2024

BY- Aajtak Bangla

শ্যাম্পু ছাড়ুন, এই পাতা বেটে মাখলেই খুশকি বাপ বাপ বলে পালাবে

চুলে খুশকি হলে আত্মবিশ্বাস থাকে না। খুশকির সমস্যায় অনেকেই জেরবার হন। 

শুষ্ক মাথার ত্বক এবং খুশকির সমস্যা দূর করতে অনেকে দামি শ্যাম্পু ব্যবহার করেন। 

শ্যাম্পু ছেড়়ে আয়ুর্বেদের উপায় নিন। নিমেষে দূর হবে খুশকি। 

নিম পাতা- চুল থেকে খুশকির সমস্যা দূর করতে নিম পাতা কার্যকর। নিম পাতা জলে ফুটিয়ে বেটে নিন। পেস্ট ঠান্ডা করে মাথার ত্বকে লাগান। 

চুল ভালো করে শুকোনোর পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি দূরে চলে যাবে।

লেবু এবং নারকেল তেল- খুশকির সমস্যা দূর করতে নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে চুলে লাগান। খুশকির সমস্যা কেটে যাবে।

দই- সর্ষের তেল, লেবুর ও দই মিশিয়ে চুলে লাগান। এতে থাকা পুষ্টিগুণ করবে খুশকির নাশ। 

২ চামচ দই, ২ চামচ সর্ষের তেল ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। সেই পেস্ট লাগান চুলে। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। 

অ্যালোভেরা জেল-চুলের যত্নেও ব্যবহার করা হয়। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। 

অ্যালোভেরা জেল নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর চুল ভালো করে ধুয়ে ফেলুন।