BY- Aajtak Bangla

লাগবে ১টা পেঁয়াজ, তাতেই ফাটা গোড়ালি রাতারাতি নরম চকচকে হবে

7 January 2025

শীতে গোড়ালি ফাটার সমস্যায় অনেকেই ভোগেন। 

 ঠান্ডায় গোড়ালি ফেটে অনেকের রক্তও বেরোয়।

গোড়ালি ফাটা ঠেকাতে অনেকে শীতের ক্রিম ব্যবহার করেন। কিন্তু সারে না।

ঘরোয়া এই উপায়েই ফাটা গোড়ালি সেরে যাবে নিমেষে। লাগবে ১টা পেঁয়াজ।

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজ ফাটা গোড়ালি সারানোর জন্য খুব কার্যকরী। . .

প্রথমে পেঁয়াজ কেটে রস বার করে নিন। তাতে পাতিলেবুর রস, সামান্য চিনি, টুথপেস্ট ও হলুদ মেশান। . .

তারপরে ভাল করে মিশ্রণটি বানিয়ে ফাটা গোড়ালিতে লাগান।

পা ধুয়ে রোজ রাতে এই মিশ্রণ লাগালেই ফাটা গোড়ালির সমস্যা দূর হবে।