BY- Aajtak Bangla

মুখে লাগান বাদাম, দাগছোপ দূর করে টানটান চামড়া, কীভাবে মাখবেন, জানুন

5 APRIL, 2025

গরমে রোদের তাপে অনেকের স্কিনই বেহাল হয়ে পড়ে। ফ্যাকাশে হয়ে যায় চামড়া।

রোদের তাপ

ত্বক ভাল রাখতে অনেকে নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন ঠিকই, তবে তা খরচসাপেক্ষ যেমন, তেমন আবার ফল দীর্ঘস্থায়ী হয় না।

রূপচর্চা

 ঘরে সহজ উপায়েই পাবেন জেল্লাদার ত্বক। লাগবে শুধু বাদাম। কীভাবে...

বাদাম

বিশেষজ্ঞদের মতে, বাদাম খাওয়ার পাশাপাশি মুখে লাগালেও নানা উপকার পাওয়া যায়।

উপকার

মুখে বাদাম লাগালে কালচে ছোপ দূর হয়। ত্বক উজ্জ্বল হয়।

কালচে ছোপ

কীভাবে বাদাম লাগাবেন মুখে, রইল পদ্ধতি...

পদ্ধতি

চিনেবাদাম ভাল করে মিস্কারে পেস্ট করে নিতে হবে। তাতে মেশান গোলাপ জল।

চিনেবাদাম

এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে আধঘণ্টা রেখে দিন। তারপরে ধুয়ে নিলেই উজ্জ্বল হবে ত্বক।

ঝকঝকে ত্বক