BY- Aajtak Bangla

৭০ বছরেও টানটান চামড়া, এই সবজির রস লাগান শুধু, আর কুঁচকে যাবে না

9 APRIL, 2025

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চামড়া কুঁচকে যায়। ত্বকে বলিরেখা পড়ে।

চামড়া কুঁচকে যায়

বয়সকালে যাতে চেহারায় বার্ধক্যের ছাপ না পড়ে, তার জন্য অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না।

প্রসাধনী

ঘরোয়া এই টিপসেই বুড়ো হলেও যৌবন টানটান থাকবে। শুধু লাগবে আলু।

আলু

বিশেষজ্ঞদের মতে, আলু আমাদের ত্বকের জন্য খুব উপকারী।

উপকারী

আলুর রস ত্বকে লাগালে জেল্লা বাড়ে। সেইসঙ্গে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়।

ত্বকের সমস্যা

আলুর রসে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ত্বকে লাগালে আর্দ্রতা বাড়ে। জেল্লা ফেরে চেহারায়।

জেল্লা

আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগালে দাগছোপ দূর হয়।

দাগছোপ

হলুদের সঙ্গে আলুর রস মিশিয়ে মুখে লাগালে বলিরেখার সমস্যা সেরে যায়।

বলিরেখা

আলু আর শসা মিশিয়ে লাগালে চোখের তলায় কালি দূর হয়।

চোখের কালি