শুধু লাগান ভাত, কোরিয়ানদের মতো টানটান ত্বক পাবেন, কীভাবে মাখবেন, জানুন

1 April 2025

BY- Aajtak Bangla

কোরিয়ানদের মতো টানটান চামড়া পেতে সকলেই চান। সেজন্য অনেকেই নানা বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন।

কোরিয়ান বিউটি

ত্বকের বিভিন্ন প্রোডাক্ট সবচেয়ে ভাল পাওয়া যায় দক্ষিণ কোরিয়ায়।

সৌন্দর্য

কোরিয়ান গ্লাস স্কিনের প্রতি এই প্রজন্মের ঝোঁক বেড়েছে।

চকচকে ত্বক

তবে ঘরোয়া উপায়ে সহজেই কোরিয়ানদের মতো স্কিন পাবেন। লাগান শুধু ভাত।

ভাত

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে থাকে ভাত, চাল ভেজানো জল, ভাতের ফ্যানের মতো উপাদান।

চালের জল

বিশেষজ্ঞদের মতে, ত্বকের সৌন্দর্য বাড়াতে ভাত দারুণ কার্যকরী।

ভাতে জেল্লা

কীভাবে ভাত মাখবেন?

পদ্ধতি

১ চামচ সেদ্ধ ভাতের সঙ্গে দুধ ও মধু মিশিয়ে পেস্ট করতে হবে।

ফেসপ্যাক

তারপরে ওই মিশ্রণ ত্বকের উপর লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। হাল্কা মালিশ করে মুখ ধুয়ে নিন। দেখবেন চকচকে ত্বক হবে।

চকচকে ত্বক