BY- Aajtak Bangla

মুখে লাগান তেঁতুল, টানটান যৌবন থাকবে আজীবন, রইল সিক্রেট

6 May  2025

বয়স বাড়লে চেহারায় বুড়োটে ছাপ পড়ে। চামড়া কুঁচকে যায়। বলিরেখা পড়ে।

তাই বয়স বাড়লেও যাতে বুড়ো না লাগে, তার জন্য অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না।

বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া পদ্ধতিতেই সৌন্দর্য ধরে রাখতে পারবেন। লাগাতে হবে তেঁতুল।

তেঁতুল মুখে লাগালে ত্বকের জেল্লা বাড়ে। নানা সমস্যা সেরে যায়।

তেঁতুল মুখে কীভাবে লাগালে উপকার পাওয়া যাবে... . .

 হলুদ ও বেসনের সঙ্গে তেঁতুলের ক্বাথ মিশিয়ে মুখে লাগালে কালচে ভাব দূর হয়। দাগছোপ উঠে যায়। . .

তেঁতুলের ক্বাথের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে লাগালে ত্বক চকচক হয়।

হলুদ গুঁড়োর সঙ্গে তেঁতুলের ক্বাথ মিশিয়ে লাগালে চামড়া টানটান হয়।