BY- Aajtak Bangla

রোজ লাগান ১টা তেঁতুল, তাতেই খুলে বেরোবে যৌবন, কীভাবে মাখবেন, জানুন

31 December 2024

শীতে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। তাই এই সময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। 

শীতে ত্বক ভাল রাখতে অনেকেই পার্লারে গিয়ে নানা ট্রিটমেন্ট করান। তবে তা খরচ সাপেক্ষ এবং ফল দীর্ঘস্থায়ীহয় না।

 ত্বক ভাল রাখতে ঘরোয়া উপকরণই কামাল করবে। বিশেষজ্ঞদের মতে, তেঁতুল আমাদের ত্বকের জন্য খুব ভাল।

মুখে তেঁতুল লাগালেই ত্বকের জেল্লা বাড়বে। চামড়া থাকবে টানটান। কীভাবে মাখবেন, জানুন পদ্ধতি...

১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামত হলুদ ও ১ চামচ বেসন নিয়ে মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট রেখে জলে ধুয়ে দিলেই ত্বকের কালচে ভাব দূর হবে। . .

২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার, ১ চা চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে ত্বকে লাগান। এতে জেল্লা বাড়বে। . .

গরম জলে তেঁতুল ফুটিয়ে তারপরে ক্বাথ বার করে নিন। ক্বাথের সঙ্গে হলুদ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগালে ত্বক টানটান থাকবে।

নিয়মিত মুখে তেঁতুল লাগালে চামড়া টানটান হবে।