13 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

 খসে পড়া চুল জোড়া লাগবে, নারকেল তেলে মেশান এই ক্যাপসুল

নারী হোক বা পুরুষ উভয়ের চুল সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুল যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণই আদর, ঝরে গেলে তার আর মূল্য থাকে না। কিন্তু যদি আপনার চুল লম্বা, ঘন এবং মজবুত রাখতে চান, তাহলে সঠিক যত্ন নিতে হবে। 

লম্বা ও ঘন চুলের জন্য অনেক ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন এবং এর ফলে চুল গজানোর পরিবর্তে ঝরতে থাকে। 

এতে ভিটামিন ই ক্যাপসুল অনেক সাহায্য করতে পারে। ভিটামিন ই চুলের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।

মাথার যে যে অংশে চুল উঠে টাক পড়েছে সেই জায়গাগুলিতে এই তেল লাগাতে পারেন। খুব উপকার পাবেন।

এটি চুলের বৃদ্ধি করে এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে। চুল পড়া নিয়ন্ত্রণেও এটি কার্যকর। জানুন কীভাবে চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা যায়।

চুল লম্বা, ঘন ও মজবুত করতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে লাগান।

এর জন্য একটি পাত্রে ২টি ভিটামিন ই ক্যাপসুলের জেল বের করে নিন। এতে সমপরিমাণ নারকেল তেল দিন। তারপর গোড়া থেকে চুলের দৈর্ঘ্য পর্যন্ত লাগান। অন্তত ২ থেকে ৩ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

এছাড়া, এক কাপ দই, এক চামচ মধু এবং ২টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে পেস্ট তৈরি করুন। 

অন্তত আধ ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। শুধু চুলই বাড়বে না, খুশকির সমস্যাও দূর হবে।