18 July, 2024
BY- Aajtak Bangla
একবার টাক পড়লে, সেই টাক ভরাতে আর কোনও ওষুধ, তেলই যেন কাজে আসে না।
নামিদামী ব্র্যান্ডের তেল, সিরাম যাই লাগান না কেন, টাকে আর চুল গজায় না।
তবে এমন একটি টোটকা আছে যা আপনার শুধু টাকই ভরাবে না, ঘন কালো চুল ঢেউ খেলে যাবে।
জবা, পেঁয়াজ ইত্যাদির কথা তো শুনেছেন, জানেন কি টাক ভরাতে, চুল পড়া কমাতে ধুতরো ফলও অভাবনীয়?
ধুতরো ফলের রস মাথায় লাগালে কয়েক মাসের মধ্যে ফল দেখতে পাবেন। প্রথমে ধুতরো ফল পিষে রস বের করতে হবে। সেটা লাগাতে হবে চুলে।
মিনিট ১৫-২০ ওইভাবে থাকার পর স্নান করে নিন। একমাস করলেই হাতেনাতে ফল মিলবে।
ধুতরোর বীজও খুব উপকারী। ধুতরো বীজের তেল টাকে লাগালে ফের সেই জায়গায় নতুন চুল গজায়।
চুল পড়ার সমস্যা থাকলে, তাঁরাও এই তেল লাগিয়ে দেখুন, অব্যর্থ ফল।
তবে সাবধান, ধুতরো ফল খেতে যাবেন না, ধুতরো পেটে গেলে বিষক্রিয়া হতে পারে।