26 OCTOBER, 2024
BY- Aajtak Bangla
এই মরশুম থেকে মশার উৎপাত শুরু হয়ে যায়। মশার কামড়ে জীবন জেরবার হয়ে যায়।
এমন একটি পাতার কথা জেনে রাখুন, যা গায়ে ঘষলে মশা আর আপনার ধারে কাছে থাকতে সাহস পাবে না। জানুন মশা তাড়ানোর অভাবনীয় টিপস।
পুদিনা শুধু খাবারের স্বাদ বাড়ায় না।
পুদিনার অনেক আয়ুর্বেদিক গুণও পাওয়া যায়।
মশা তাড়াতে পুদিনাও ব্যবহার করতে পারেন।
এটি মশা তাড়ানোর জন্য একটি খুব কার্যকরী সমাধান বলে মনে করা হয়।
পুদিনার রস বা তেল বের করে সেই রস ঘরের কোণায় ছিটিয়ে দিন।
মশা এর সুগন্ধের কারণে ঘরে বেশিক্ষণ থাকতে পারবে না।
নিজের গায়ে বা জামাতেও এই রস লাগাতে পারেন। একদম প্রাকৃতিক উপায়। ত্বকেরও কোনও ক্ষতি করবে না।
তবে ছোট শিশুদের ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।